আবেদন নির্দেশিকা
আবেদনপত্র পূরণের সতর্কতাঃ
- প্রচারিত বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ুন।
- ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন।
- মিথ্যা বা বিভ্রান্তিমুলক তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অসম্পূর্ণ বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল হবে।
আবেদন করার পূর্ব প্রস্তুতিঃ
- মূল চালানের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিইজি ফরমট)।
- ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর/১০ ডিজিটের স্মাট কার্ড নম্বর/১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর।
- মোবাইল নম্বর।
- সদ্য তোলা রঙ্গিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ৩০০ × ৩০০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
- স্বাক্ষরের স্ক্যান কপি (সাদা ব্যাকগ্রাউন্ড, ২৫০ × ১৫০ পিক্সেল, জেপিইজি ফরমেট)।
- আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা।
আবেদনের নিয়মাবলীঃ
- নির্দিষ্ট ঘরে নাম বাংলায় ও ইরেজীতে (বড় অক্ষরে) লিখুন (এস.এস.সি সনদ অনুযায়ী)
- জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজীতে লিখুন (পরিচিতি নম্বর ১০/১৭ ডিজিটের হবে, ১৩ ডিজিট হলে জন্ম সালের ৪ ডিজিট প্রথমে লিখুন)
- জন্ম নিবন্ধন নম্বর ইংরেজীতে লিখুন (নিবন্ধন নম্বর ১৭ ডিজিট হবে, ১৩ ডিজিট হলে জন্ম সালের ৪ ডিজিট প্রথমে লিখুন)
- জন্ম তারিখ ইংরেজীতে লিখুন (YYYY-MM-DD) অথবা নির্বাচন করুন
- নিজ বিভাগ নির্বাচন করুন
- নিজ জেলা নির্বাচন করুন
- পিতার নাম লিখুন (ইংরেজীতে অথবা বাংলায় এস.এস.সি সনদ অনুযায়ী)
- মাতার নাম লিখুন (ইংরেজীতে অথবা বাংলায় এস.এস.সি সনদ অনুযায়ী)
- জেন্ডার নির্বাচন করুন
- মোবাইল নম্বর ইংরেজীতে লিখুন (১১ ডিজিটের মোবাইল নম্বর ইংরেজীতে, উদাহরণ: (01715xxxxxx)
- নিজের ধর্ম সঠিকভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
- নিজের জাতীয়তা সঠিকভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
- ই-মেইল (যদি থাকে) সঠিকভাবে লিখুন (ইংরেজীতে উদাহরণ: abc@gmail.com)
- আপনার কোনো পেশা থাকলে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
- বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিক ভাবে লিখুন (ইংরেজীতে অথবা বাংলায়)
- শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ থেকে সর্বপ্রথম ধারাবাহিকভাবে লিখুন
- অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে) তাহলে সঠিকভাবে উল্লেখ করুন
- অভিজ্ঞতার বিবরণ: কোনো প্রকার অভিজ্ঞতা থাকলে সঠিকভাবে উল্লেখ করুন
- কোটা নির্বাচন করুন, অন্যান্য কোটা হলে ‘উল্লেখ করুন’ ঘরে লিখুন
- বিভাগীয় প্রার্থী কি না ? নির্বাচন করুন হ্যাঁ হলে পরবর্তী ঘরগুলো পূরণ করুন
- প্রার্থীর ছবি
- প্রার্থীর সদ্য তোলা রঙ্গিন ছবি
- ৩০০ × ৩০০ পিক্সেল এর জেপিইজি ফরমেটে সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি
- ছবিটি অবশ্যই ৩০০ KB এর ভেতর হতে হবে
- প্রার্থীর স্বাক্ষর
- ২৫০ × ১৫০ পিক্সেল এর জেপেইজি ফরমেটে সাদা ব্যাকগ্রাউন্ডে স্ক্যান কপি
- স্বাক্ষরের ছবি অবশ্যই ৩০০ KB এর ভেতর হতে হবে
- সবকিছু সঠিকভাবে পূরণ করার পর ‘সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপ’ বাটন ক্লিক করুন। তারপর সব ঠিক থাকলে আপনার বায়োডাটা সঠিকভাবে তৈরী হবে
- এরপর চালানের তথ্য পূরণ করে ‘আবেদন নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করলে ‘আবেদন যাচাইকরণ’ একটি পেজ আসবে
- সব ঠিক থাকলে ‘আবেদন নিশ্চিত করুন’ বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করুন
- কোন তথ্য ভুল মনে হলে ‘সম্পাদনা’ বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন
- একবার আবেদন নিশ্চিত করা হয়ে গেলে আর সংশোধনের কোনো সুযোগ থাকবে ন
- আবেদনপত্র প্রিন্ট করে রাখুন
আবেদন শেষের বিশেষ নির্দেশাবলীঃ
- আবেদনপত্র প্রিন্ট করে সংরক্ষণ করে রাখুন
- চালানের মূলকপি, আবেদনের প্রিন্ট করা হার্ডকপি ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং সকল সনদের মূলকপি প্রদর্শন করতে হবে
- প্রবেশ পত্র প্রাপ্তির তারিখ ওয়েবসাইটে জানানো হবে
- ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র প্রিন্ট বা ডাউনলোড করে নিতে হবে